দক্ষিণ ভারতে বাংলাদেশী রোগীদের বড় সমস্যা ভাষা
দেশের চিকিৎসা ব্যবস্থায় আস্থা হারিয়ে জীবন বাঁচাতে প্রতিদিন ভারতের ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে আসছেন শত শত বাংলাদেশী নাগরিক। হাসপাতালের আশপাশে কান পাতলেই শোনা যায় বাংলা কথা। জটিল রোগাক্রান্ত মানুষ এতে স্বস্তি পেলেও চিকিৎসা নিতে গিয়ে ভাষা ও বিধি-বিধানের বেড়াজালে আটকে নাজেহাল হচ্ছেন অনেকেই। তারপরও বিদেশ বিঁভূইয়ে উন্নত চিকিৎসাও মিলছে, তবে নানা জায়গায় ঠেকেই পাড়ি দিতে হয় এই অধ্যায়। তামিলনাড়ু রাজ্যের মানুষের দুটি ভাষা- তামিল ও মালায়ালাম। সিএমসি হাসপাতালের চিকিৎসক এবং...
Posted Under : Health News
Viewed#: 21
আরও দেখুন.

